Breaking News

Breaking News
Loading...

 

খুনের ঘটনায় আদালতে পাঠানোর আগে খুন নিয়ে ফের স্বীকারোক্তি এলথ্রিয়াশ এক্কা!

ফাঁসিদেওয়া : আমি নিজেই খুন করেছি, গতকালের পর আজ‌ও খুনের স্বীকারোক্তি। সহকারী ম্যানেজারের খুনের ঘটনায় আদালতে পাঠানোর আগে খুন নিয়ে ফের স্বীকারোক্তি করলেন ধৃত চাবাগান সর্দার এলথ্রিয়াশ এক্কা। 

গতকাল ফাঁসিদেওয়ার বিধাননগরের জয়ন্তীকা চাবাগানে সহকারী চাবাগানের ম্যানেজারের খুনের ঘটনায় গ্রেফতার হন বাগানের সর্দার! ধরালো অস্ত্র দিয়ে ঘাড়ে কোপ দিয়ে খুন করেন তিনি। আজ আদালতে তোলার পর ফের খুনের স্বীকারোক্তি করেন ধৃত। 

অন্যদিকে আজ মৃতদেহ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্ত করা হবে। এসডিপিও নকশালবাড়ি নেহা জৈন টেলিফোনে জানান, খুনের তেমন কোনো পূর্ব পরিকল্পনা ছিল না। মাথা গরম থেকেই এই ঘটনা ঘটেছে বলে মনে করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post