বাগডোগরা : ৩০৪ গ্রাম ব্রাউন সুগার সহ ২ ব্যক্তিকে গ্রেফতার করল বাগডোগরা থানার পুলিশ ও স্পেশাল অপারেশন গ্রুপ। রবিবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বাগডোগরা সংলগ্ন মুনি এলাকায় একটি বাইক আটক করে পুলিশ।
বাইকে থাকা দুজনকে তল্লাশি চালিয়ে তাদের হেপাজত থেকে মোট ৩০৪গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, ধৃতরা ডালখোলা থেকে মাদক এনে শিলিগুড়িতে পাচারের ছক কষেছিল। ধৃতরা হল আমুস শেরপা(২৫) ও কারি পাশওয়ান(৩৪)।
দুজনেই শিলিগুড়ি সালুগারার বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে। আগামীকাল তাদের শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়। এই চক্রে আরো কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে বাগডোগরা থানার পুলিশ।
Post a Comment