Breaking News

Breaking News
Loading...

 

বেহাল এই  ফুটপাত সাজাতে এগিয়ে এল শিলিগুড়ি মহকুমা পরিষদ!

খড়িবাড়ি : হাসপাতালের ফুটপাত অবস্থা বেহাল! বেহাল এই  ফুটপাত সাজাতে এগিয়ে এল শিলিগুড়ি মহকুমা পরিষদ! রবিবার খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালের ফুটপাতের রাস্তার শিলান্যাস করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ কিশোরী মোহন সিংহ! 

মহকুমা পরিষদের আর্থিক সহায়তায় ৩.৫লক্ষ টাকায় পেভার্স ব্লকে সেজে উঠবে ফুটপাত! এদিন গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্যদের সঙ্গে নিয়ে শিলান্যাস শেষে কর্মাধ্যক্ষ জানান,  মুখ্যমন্ত্রী গ্রামীণ এলাকায় উন্নয়নে জোর দিয়েছেন! 

বাজেটে গ্রামোন্নয়ন বিভাগে সবথেকে বেশি টাকা বরাদ্দ করা হয়েছে। আজ এই ফুটপাতের রাস্তার শিলান্যাস হল। আগামী দিনে খড়িবাড়ির প্রেতাজোতে ১০ লক্ষ টাকায় রাস্তা ও ড্রেন হবে। ফুটপাতের রাস্তার কাজ শুরু হতেই খুশী রোগীর পরিজনেরাও।

Post a Comment

Previous Post Next Post