খড়িবাড়ি : ১২৬ গ্ৰাম ব্রাউন সুগার সহ গ্রেপ্তার এক দম্পতি! ধৃতরা হলো রুশান দেবী গিরি (৪৪) , সে গৌরসিংজোতের বাসিন্দা এবং হারা কুমার বারাই(৪৫) ইসলামপুরের ঠাকুর নগরের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে শুক্রবার বিকেলে খড়িবাড়ির পানিট্যাঙ্কি সংলগ্ন শীতলা মন্দির এলাকায় সূত্র মারফত খবর পেয়ে একটি বাড়িতে হানা দেয় খড়িবাড়ি থানার পুলিশ।
অভিযান চালিয়ে ১২৬ গ্ৰাম ব্রাউন সুগার ও ৪৬ হাজার তিনশো টাকা উদ্ধার করে পুলিশ। ধৃতরা দীর্ঘদিন ধরেই মাদক কারবারের জড়িত ছিল বলে জানা গিয়েছে।
পরে গ্রেফতার করে দুজনকে খড়িবাড়ি থানায় নিয়ে যায় পুলিশ। ধৃতদের আগামীকাল শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।
Post a Comment