Breaking News

Breaking News
Loading...

 

১০০ কোটির প্রতারণা চক্রের মূল পান্ডা সইদুল গ্রেফতার!

ফাঁসিদেওয়ায় বিশাল অনলাইন প্রতারণা চক্রের মূল অভিযুক্ত সইদুল অবশেষে পুলিশের জালে! দীর্ঘ ৯ মাসের তদন্তের পর জেলা পুলিশের বিশেষ টিমের অভিযানে গ্রেফতার করা হয়েছে এই জালিয়াত চক্রের মূল হোতাকে।

পুলিশ সুপারের বক্তব্য অনুযায়ী, সাধারণ মানুষের নথি ব্যবহার করে একাউন্ট ভাড়া নিত সইদুল ও তার গ্যাং। সেই একাউন্ট থেকেই প্রতারণার জাল বিস্তার করা হয় দেশ-বিদেশে। গুজরাট, মুম্বাই, দিল্লি ছাড়িয়ে দুবাই, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড পর্যন্ত এই জালিয়াত চক্রের শিকড় ছড়িয়ে ছিল!

এই চাঞ্চল্যকর ঘটনায় ফাঁসিদেওয়া থানায় এখন পর্যন্ত ৮টি অভিযোগ দায়ের হয়েছে, পাশাপাশি দেশজুড়ে ৩৪০টিরও বেশি অনলাইন প্রতারণার অভিযোগের সূত্র মিলেছে সইদুলের চক্রের সঙ্গে। তদন্তের জন্য ইতোমধ্যেই অতিরিক্ত পুলিশ সুপার ও এসডিপিও-র নেতৃত্বে ৫ সদস্যের বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ধৃত সইদুলকে রিমান্ডে নিয়ে আরও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতে পারে। সাধারণ মানুষকে প্রতারণা থেকে দূরে থাকার বার্তা দিয়েছেন পুলিশ সুপার। আগামীকাল সইদুলকে রিমান্ডের আবেদন জানাবে পুলিশ।


#Crime #Fraud #BreakingNews #Siliguri #PoliceAction

Post a Comment

Previous Post Next Post