নকশালবাড়ি : আদিবাসীদের বাংলাদেশ থেকে আনা হয়েছে পাহাড়ের নেত্রী বন্দনা রাইয়ের এই বিতর্ক মন্তব্য সমাজ মাধ্যমে আসতেই আদিবাসী সমাজেকে আঘাত করার অভিযোগ তুলে বিক্ষোভ!
পাহাড়ের নেত্রী বন্দনা রাই সম্প্রতি সমাজ মাধ্যমে একটি পোস্ট করেন যেখানে "বাংলা সরকার আদিবাসীদের বাংলাদেশ থেকে নিয়ে এসেছে" বন্দনা রাইয়ের এই মন্তব্য বিক্ষোভ ফেটে উঠলো আদিবাসীরা।
নকশালবাড়ির জাবরা ডিভিশনে আদিবাসী সমাজ এদিন বিক্ষোভ প্রদর্শন করেন। ৭২ ঘন্টার মধ্যে মন্তব্যের ভুল স্বীকার না করলে রাস্তা নেমে প্রতিবাদ এবং থানার লিখিত অভিযোগে করার হুঁশিয়ারি দেন আদিবাসী নেতা রঞ্জন চিকবারাইক !
এদিন জাবরা ডিভিশনে আদিবাসীদের নিয়ে বিক্ষোভ করেন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। আদিবাসী নেতা রঞ্জন চিকবারাইক জানান বন্দনা রাইয়ের মন্তব্যে আমাদের আদিবাসী জাতিকে অসম্মান করা হচ্ছে।
বন্দনা রাইয়ের বিতর্কিত মন্তব্য নতি স্বীকার না করলে আদিবাসী সমাজ রাস্তায় নেমে প্রতিবাদ ও থানায় অভিযোগ করবেন।
ভুল করেছে, ভুল স্বীকার করুক। রাজ্য সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য না করে নিজের ভুল স্বীকার করুক দাবি রঞ্জনের।
Post a Comment