Breaking News

Breaking News
Loading...

 

বেঙ্গাইজোত প্রাথমিক বিদ্যালয়েই সৌরচালিত বিশুদ্ধ পানীয় জল প্রকল্পের শিলান্যাস!

নকশালবাড়ি : স্কুলে টিউবওয়েল ও পিএচই কল থাকলেও নষ্ট থাকায় জলকষ্ট পড়োশোনা চলতো পড়ুয়াদের। পড়ুয়াদের জলকষ্ট মেটাতে নকশালবাড়ির বেঙ্গাইজোত প্রাথমিক বিদ্যালয়েই সৌরচালিত বিশুদ্ধ পানীয় জল প্রকল্পের শিলান্যাস করলো মনিরাম গ্ৰাম পঞ্চায়েত প্রধান গৌতম ঘোষ। 

পঞ্চায়েত তহবিল থেকে ৫ লক্ষ ৩০ হাজার টাকায় সৌরচালিত বিশুদ্ধ পানীয় জল প্রকল্পটি করা হয়। স্কুল কর্তৃপক্ষের আবেদনে এই জল প্রকল্প। স্কুলে টিউবওয়েল ও পিএইচই কল থাকলেও নষ্ট ছিল।তবে পড়ুয়ারা যাতে বিশুদ্ধ পানীয় জল পান করতে পারে তাই এই প্রকল্পটি করা হলো বলেন মনিরাম গ্ৰাম পঞ্চায়েত প্রধান গৌতম ঘোষ।

অন্যদিকে,সময়ে সাথে সবকিছু বদল হয়েছে। টিউবওয়েল ও পিএচই জলের কলে জল নিতাম এখন তা নষ্ট হয়েছে। জলের খুব সমস্যা ছিল। এই  বিশুদ্ধ পানীয় জলের ট্যাঙ্কের জলে খুব সুস্বাদু। 

এতে পড়ুয়াদের খুব সুবিধা হবে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক নৃপেন্দ্র নাথ বর্মন। পাশাপাশি প্রধানের এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।  সৌরচালিত বিশুদ্ধ পানীয় জলের ট্যাঙ্ক হ‌ওয়ায় খুশি শিক্ষার্থীরাও।

Post a Comment

Previous Post Next Post