খড়িবাড়ি : প্রত্যেক বছরে ন্যায় এবছরও বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো খড়িবাড়ির ভালুকগারা স্টার ইলেভেন ক্লাবে। বৃহস্পতিবার নকশালবাড়ি লাইন্স ক্লাবের উদ্যোগে এবং স্টার ইলেভেন ক্লাবের সহযোগিতায় এই বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।
এদিনের এখন পর্যন্ত মোট ১০ জন চক্ষু পরীক্ষা করান। এই শিবিরে ভালুকাগারা এলাকাবাসীরা এই শিবিরে অংশগ্রহণ করেন। স্টার ইলেভেন ক্লাবের সম্পাদক কমল বর্মন বলেন, এই প্রান্তিক এলাকায় অনেক দরিদ্র মানুষ থাকে যারা টাকার অভাবে চিকিৎসা করাতে পারেন না।
তাই আমরা প্রত্যেক বছরে কিছু না কিছু সমাজমূলক কাজ করে থাকি। আমরা আশাবাদী ৩০০ থেকে ৪০০ জন এই চক্ষু পরীক্ষা শিবিরে অংশগ্রহণ করবেন। এই চক্ষু পরীক্ষা শিবির পেয়ে খুশি এলাকাবাসীরা।
Post a Comment