Breaking News

Breaking News
Loading...

 

কোটি টাকার ব্রাউন সুগার সহ গ্রেপ্তার ৭

শিলিগুড়ি : ফের সাফল্য মাটিগাড়া থানার পুলিশ ও স্পেশাল অপরেশন গ্রুপের। শিলিগুড়ির নৌকাঘাট এর কাছে দিসানের সামনে থেকে একটি গাড়ি আটক করে তল্লাশি করতেই উদ্ধার হয় ৪ কেজি ব্রাউন সুগার। গ্রেপ্তার করা হয় মত ৭ জনকে। 

মালদার বিয়ে বাড়ি থেকে ফেরার পথে গ্রেপ্তার। ধৃতদের নাম সেলিমা খাতুন (২৮), বিউটি খাতুন (১৮), আনোয়ারা খাতুন (২৪), আলিমা খাতুন (২৩), মহম্মদ তামিরুল (৩৫),মহম্মদ রোশন(২২) ও মহম্মদ সামিরুল (২৬) , ফাঁসিদেওয়ার নিজবাড়ির বাসিন্দা তারা। 

আজ তাদের শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হবে। ড্রিতদের রিমান্ডে এনে কে বা কারা জড়িত রয়েছে তার তদন্তে নামবে মাটিগাড়া থানার পুলিশ।

Post a Comment

Previous Post Next Post