খড়িবাড়ি : গাঁজা পাচার রুখল পুলিশ।চারচাকা গাড়িতে গাঁজা পাচারের ছক বানচাল করল খড়িবাড়ি থানার পুলিশ। খড়িবাড়ির বাঞ্ছাভিটা এলাকায় ২টি চারচাকার গাড়ি আটক করে ১৭৫ কেজি গাঁজা সহ গ্রেফতার ২জন পাচারকারী।
গভীর রাতে চারচাকার গাড়ি দেখতে পেয়ে সন্দেহ হলে পুলিশ তল্লাশি চালিয়ে ১৭৫ কেজি গাঁজা উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, কোচবিহার থেকে বিহারে এই গাঁজা পাচারের ছক ছিল। ঘটনায় হামিদুল হক ও নবি হোসেন গ্রেফতার করা হয়েছে।
ধৃতরা কোচবিহারের দিনহাটার বাসিন্দা। ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। এই ঘটনায় আরো কারা জড়িত তার তদন্তে নামবে পুলিশ। উদ্ধার গাঁজার বাজারমূল্য প্রায় ২০লক্ষ টাকা বলে জানা গিয়েছে।
Post a Comment