খড়িবাড়ি : হাতবদল করতে এসে ভারত নেপাল সীমান্তে সিমবক্স সহ গ্রেফতার নেপালী নাগরিক। খড়িবাড়ির পানিট্যাঙ্কিতে সেনা গোয়েন্দা ও পুলিশের যৌথ অভিযানে সিমবক্স সহ গ্রেফতার নেপালের নাগরিক।
চারচাকার গাড়ি আটক করে তল্লাশি চালিয়ে একটি সিম বক্স উদ্ধার করা হয় বলে খড়িবাড়ি পুলিশ সূত্রে খবর। ধৃত নেপালের নাগরিক যোগনিধি পাঠক। ধৃতের কাছে থেকে নেপালের নাগরিক পরিচয়পত্র সহ পাশাপাশি ভারতীয় আধার কার্ড, একাধিক ব্যাঙ্কের এটিএম, রাউটার উদ্ধার করেছে পুলিশ।
নেপালের নাগরিক পরিচয়পত্রে যোগীনিধি নাম থাকলেও ভারতীয় পরিচয় পত্রে অশোক ছেত্রী নাম রয়েছে ধৃতের। অপরাধমূলক কর্মকাণ্ড, সাইবার প্রতারণা ও দেশীয় ও আন্তর্জাতিক ফোন কলকে চালিত করতে এই সিমবক্স পরিচালনা করা হয়। যা পুরো অবৈধ। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে ৫ দিনের পুলিশ রিমান্ড দেয় আদালত।
Post a Comment