Breaking News

Breaking News
Loading...

 

১৯ লক্ষ টাকা ব্যায় ১ কিলোমিটার পাকা রাস্তার শিলান্যাস বুরাগঞ্জে।

খড়িবাড়ী : ১৯ লক্ষ টাকা ব্যায় ১ কিলোমিটার পাকা রাস্তার শিলান্যাস বুরাগঞ্জে। শনিবার  বুড়াগঞ্জের দুধাজোত এলাকায় ১৯ লক্ষ ৩৩ হাজার টাকা ব্যায় 

প্রায় ১ কিলোমিটার পাকা রাস্তার শিলান্যাস করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের বন ও ভূমি কর্মাদক্ষ কেশরী মোহন সিংহ। 

রাস্তাটি বুড়াগঞ্জর দুধাজোত এলাকা হইতে ঘোসপুকুর সীমানার পযন্ত করা হবে। কর্মাদক্ষ কেশরী মোহন সিংহ জানান বিগত দিনে সরকার কোনো কাজ করেনি তাই আমরা কাজ করছি।

খড়িবাড়ি ব্লকের পিছিয়ে পড়া এলাকা এটি ,রাস্তাটি বুড়াগঞ্জ হইতে ঘসপুকুর জিপির বডার এলাকা পযন্ত হবে ,বড়াবড়ি এই এলাকার মানুষ জন বঞ্চিত থাকে।

রাস্তা হওয়াতে খুবই উপকৃত হবে এলাকাবাসী ।উপস্থিত ছিলেন খড়িবাড়ী পঞ্চায়েত সমতির সভাপতি রত্না রায় সিংহ ,কর্মাদক্ষ মনিকা রায় সিংহ ,প্রদীপ মিশরা সহ একাধিক কর্মকর্তা ও এলাকার স্থানীয়রা।

Post a Comment

Previous Post Next Post