Breaking News

Breaking News
Loading...

 

নকশালবাড়ি ভূমি ও ভূমি রাজস্ব দফতরে স্মারকলিপি প্রদান করল সংগ্রামী কিষাণ সভা।

নকশালবাড়ি : জমি সংক্রান্ত একাধিক অভিযোগ তুলে নকশালবাড়ি ভূমি ও ভূমি রাজস্ব দফতরে স্মারকলিপি প্রদান করল সংগ্রামী কিষাণ সভা। 

মঙ্গলবার নকশালবাড়ি পানিঘাটা মোড় থেকে বিএল‌আর‌ও দফতর পর্যন্ত মিছিল ও বিক্ষোভ করে স্মারকলিপি প্রদান করা হয়। 

অভিযোগ আদিবাসীদের জমি নন আদিবাসীদের নামে রেকর্ড হচ্ছে, সরকারি জমি বিক্রি করা হচ্ছে, চাবাগান শ্রমিকদের সঠিকভাবে পাট্টা প্রদান করতে হবে, 

সরকারি দফতরে বেআইনিভাব লেনদেন ও দালাল রাজ বন্ধ করতে এই স্মারকলিপি প্রদান। 

স্মারকলিপি প্রদান করার পর কাজ না হলে আগামী দিনে বিএল‌আর‌ও দফতর তালা ঝুলিয়ে বন্ধের হুঁশিয়ারি দেন তিনি।

Post a Comment

Previous Post Next Post