১৬ই ফেব্রুয়ারি থেকে নিখোঁজ! বৃহস্পতিবার রাতে ফাঁসিদেওয়ার ঝমকলালজোতে তিস্তা ক্যানালের লকগেট থেকে উদ্ধার মৃতদেহ। যা ঘিরে চাঞ্চল্য! মৃত যুবক শিবম পালিত, শিলিগুড়ির ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
এদিন মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে সেখানে শিবমের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে জানান, যুবকের পায়ে এবং মাথার পিছনে গভীর ক্ষত রয়েছে। যুবককে খুন করে ফুলবাড়ি ক্যানালে ফেলে দেওয়া হয়েছে বলে দাবি করছেন পরিবারের সদস্যরা।
গোটা ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে মৃতের পরিবারের সদস্যরা জানান। একবছর আগে শিলিগুড়ির এক যুবতীর সঙ্গে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে শিবমের। বিয়ে করে সংসার করতে শুরু করে শিবম। গতকাল বৃহস্পতিবার সামাজিক মতে তাঁদের বিয়ের অনুষ্ঠানের কথা ছিল।
বিয়ের আগে গত ১৬ ফেব্রুয়ারি নিখোঁজ হয়ে যান শিবম। প্রথম অবস্থায় ফুলবাড়ির কাছে তার স্কুটি এবং পরে তাঁর মৃতদেহ উদ্ধার নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। যুবকের কাকা প্রফুল্ল ভৌমিক জানান, গত সোমবার স্বামী ও স্ত্রীর কেনাকাটা নিয়ে বচসা হয়। সেইদিন থেকে শিবমকে খুঁজে পাওয়া যায়নি।
এনজেপি থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ জমা করা হয়েছিল। এটি আত্মহত্যা নয়, মৃতদেহ দেখে মনে হচ্ছে গতকাল মেরে ফেলা হয়েছে। আমরা চাই পুলিশ দ্রুত তদন্ত করুক।
গোটা ঘটনায় মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর বিষয়টি পরিষ্কার হবে বলে পুলিশ সূত্রে
Post a Comment