Breaking News

Breaking News
Loading...

 

টাকা ছিনতাই করতে টার্গেট অটো, যাত্রী সেজে অটো চালকের টাকা ছিনতাই!

টাকা ছিনতাই করতে টার্গেট অটো! যাত্রী সেজে অটো চালকের টাকা ছিনতাই বাগডোগরার ৩১নং জাতীয় সড়কের মুনি চাবাগান এলাকায়‌। 

গতকাল রাতে বাগডোগরা বিহার মোড় থেকে হাঁসখোয়ার উদ্দেশ্য এক যাত্রীকে নিয়ে যাচ্ছিলেন বাগডোগরা ভুজিয়াপানির অটো চালক বিধূভূষণ দেবনাথ! 

মাঝপথে চাবাগানে দাঁড় করিয়ে গলা চেপে টাকার ব্যাগ ছিনতাই করতে গেলে চালক সুযোগ বুঝে হাত কামড় দিয়ে চাবাগানে টাকার ব্যাগ ফেলে দেন! পরে টাকা না পেয়ে পাথর দিয়ে চালককে আঘাত করলে জখম হন অটো চালক! 

পরে জাতীয় সড়কে গাড়ি আসলে সুযোগ বুঝে চম্পট দেয় যাত্রী বেসে দুস্কৃতী! অন্য চালকের সহায়তায় বাগডোগরা হাসপাতালের প্রাথমিক চিকিৎসা করা হয় আহত চালকের! 

মাথায় ও হাতে জখম রয়েছে তার। গোটা ঘটনার খবর পেয়ে তদন্ত শুরু করেছে বাগডোগরা থানার পুলিশ। অভিযুক্তের খোঁজে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ।

Post a Comment

Previous Post Next Post