আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এক রুদ্ধশ্বাস ফাইনালে পাঞ্জাব কিংসকে মাত্র ৩ রানে হারিয়ে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। দীর্ঘ ১৭ বছরের হতাশা, ট্রফি হাতছাড়া হওয়ার বেদনা আর সমর্থকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ইতিহাস গড়ল কোহলি-পাতিদারদের দল।
ফাইনালে টসে জিতে আরসিবিকে প্রথমে ব্যাট করতে পাঠান পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার। ব্যাট হাতে দুর্দান্ত সূচনা করেন ফিল সল্ট ও বিরাট কোহলি। যদিও সল্ট দ্রুত আউট হন, কোহলি খেলেন ৩৫ বলে ৪৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। রজত পাতিদার, লিভিংস্টোন ও জিতেশ শর্মার ছোট ছোট ইনিংসে আরসিবির স্কোর দাঁড়ায় ৯ উইকেটে ১৯০ রান।
শেষ ওভারে অর্শদীপ সিং মাত্র তিন বলে তিনটি উইকেট নিয়ে ম্যাচে ফিরে আসার ইঙ্গিত দিয়েছিলেন, কিন্তু ততক্ষণে আরসিবি বড় স্কোর গড়ে ফেলেছে। জবাবে পাঞ্জাবের ইনিংস শুরু হয় আক্রমণাত্মক ভঙ্গিতে। প্রিয়াংশ আর্য ও প্রভসিমরন ভালো শুরু করলেও দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাঞ্জাব। মিডল অর্ডারে একের পর এক ব্যাটার ব্যর্থ হন শ্রেয়স,
ইংলিশ, স্টয়নিস কেউই দাঁড়াতে পারেননি। তবে শশাঙ্ক সিং একপ্রান্তে লড়ে যান শেষ পর্যন্ত। ৬১ রানের দুর্দান্ত ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি তিনি। শেষ ওভারে প্রয়োজন ছিল ১০ রান, কিন্তু আরসিবির স্নায়ু ধরে রাখার দুর্দান্ত দক্ষতায় মাত্র ৭ রান তুলতে পারে পাঞ্জাব। নাটকীয় ম্যাচে ৩ রানে জয় তুলে নিয়ে আইপিএলের ইতিহাসে প্রথমবার ট্রফি ঘরে তোলে আরসিবি।
Post a Comment
Roj Khabar Duniya Pvt.Ltd. is the country of most trusted Media House in Siliguri. Which brings to you every news related to In regional, national and international 24 hours a day. So Subscribe and Follow on YouTube Roj Khabar Duniya. And Facebook RKD 24x7 and RKD Siliguri. Providing Indian News, World News, Breaking News, Festival News, Hindi News,Tech News, Education News, Travel News, Bangla News, Local News Video and Articles Daily Published.