বাগডোগরা : আজ রাত প্রায় ৮ টা নাগাদ বাগডোগরায় দাড়িয়ে থাকা আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের বর্জ্য ফেলার তিন চাকার অটোতে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ।
ঘটনাটি ঘটেছে বাগডোগরা বিহার মোড় সংলগ্ন ৩১নং জাতীয় সড়কে ভূজিয়াপানি এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাগডোগরা থানার পুলিশ ও ট্রাফিক গার্ডের কর্মীরা।
জানা গিয়েছে, আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের অধীনে ওই গাড়িটি বর্জ্য ভর্তি করে দাড়িয়ে ছিল জাতীয় সড়কে রাস্তার পাশে। এদিন সন্ধায় হটাৎ গাড়িটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতেই ছুটে আসে স্থানীয়রা।
পড়ে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় গাড়িটি পুরোপুরি আগুনে পুড়ে ছাই হয়ে যায় । তবে কিভাবে এই আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয় । ঘটনার তদন্তে পুলিশ ।
#bangla #banglanews #latestnews #latestupdates #rkdsiliguri #india #bagdogra #auto #fire #bagdogranews
Post a Comment