Breaking News

Breaking News
Loading...

 

Khoribari Police News ।। ফের পুলিশের অভিযানে গ্ৰেপ্তার দুই মাদক কারবারি !

খড়িবাড়ি : ফের পুলিশের অভিযানে গ্ৰেপ্তার দুই মাদক কারবারি ! উদ্ধার ১ লক্ষ ৭৪ হাজার টাকা সহ ৩ গ্ৰাম ব্রাউন সুগার। ধৃতরা হল চন্দন বর্মন গৌরসিং জোত এবং উৎপল দাস উত্তর রামধন জোতের বাসিন্দা। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে খড়িবাড়ি নেপাল সীমান্তে পানিট্যাঙ্কি সংলগ্ন গৌরসিং জোতে চন্দন বর্মনের বাড়িতে হানা দেয় খড়িবাড়ির পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। 

বাড়িতে তল্লাশি চালিয়ে ৩ গ্ৰাম ব্রাউন সুগার ও ১ লক্ষ ৭৪ হাজার ১৮০ টাকা উদ্ধার করে পুলিশ। কোথা থেকে এই টাকা এলো কোনো হিসেব দেখাতে না পারায় চন্দন বর্মনকে গ্ৰেপ্তার করে পুলিশ। 

পরে ধৃতকে পুলিশ জেরা করে উৎপল দাস যুক্ত থাকায় উৎপলকে গ্ৰেপ্তার করে পুলিশ। ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। 

ধৃতরা এর আগেও মাদকসহ গ্রেফতার করেছিল পুলিশ। মাদক ব্যবসা ঠেকাতে লাগাতার এই অভিযান চলবে বলে জানা গিয়েছে।

Post a Comment

Previous Post Next Post